শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪

৫০

মানুষের সব শখ মেটা উচিত নয়।
একটা কোনো ডিসস্যাটিসফেকশনথাকা দরকার।

তাহলে বেঁচে থাকতে ইচ্ছে করে। সবশখমিতে গেলে বেঁচে থাকারপ্রেরণা নষ্টহয়ে যায়।
যে সব মানুষের শখমিটে গেছে,তারা খুব অসুখী মানুষ।
    --- হূমায়ুন আহমেদ

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪

৪৯

প্রতিটা মেয়ের জীবনেই একজন
ছেলে থাকে যাকে সে মন
থেকে কখনোই ভুলতে পারে না।আর
প্রতিটা ছেলের
জীবনেই একজন
মেয়ে থাকে যাকে সে মন
থেকে চায়
কিন্তু
কখনোই পায় না |
---হুমায়ূন আহমেদ

৪৮

গভীর প্রেম মানুষকে পুতুল বানিয় দেয়।
প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল।
দুজন এক সঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুলহবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর।
মানসিক ক্ষমতা যার বেশী তার হাতেই পুতুলের সুতা।
   ----------- মিসির আলী! আপনি কোথায়?;{ হুমায়ূন আহমেদ }

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

৪৭

মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামেরব্যপারটি খুব প্রয়োজন।অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক!"-অপেক্ষা